মহুয়া মৈত্রকে পরিত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

মহুয়া মৈত্র সংক্রান্ত বিতর্কে দল যে দূরত্ব বজায় রাখছে তা আগেই স্পষ্ট হয়েছে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্যে।

author-image
SWETA MITRA
New Update
mahua mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এদিকে এই নিয়ে একপ্রকার মুখে কুলুপ এঁটেছে তৃণমূল দল। যদিও এই নিয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। তিনি এক টুইট বার্তায় লিখেছেন যে, ‘এতেঅবাকহওয়ারকিছুনেইযেমমতাবন্দ্যোপাধ্যায়মহুয়ামৈত্রকেপরিত্যাগকরেছেন।তিনিঅভিষেকবন্দ্যোপাধ্যায়ছাড়াআরকাউকেরক্ষাকরবেননা, যিনিকমঅপরাধীনন। বেশকয়েকজনতৃণমূলনেতাগুরুতরদুর্নীতিফৌজদারিঅভিযোগেজেলেরয়েছেন, কিন্তুমমতাবন্দ্যোপাধ্যায়নীরবতাবজায়রেখেছেন।‘