/anm-bengali/media/media_files/kf5HEhPaa7uZIzWkcBcc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এদিকে এই নিয়ে একপ্রকার মুখে কুলুপ এঁটেছে তৃণমূল দল। যদিও এই নিয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। তিনি এক টুইট বার্তায় লিখেছেন যে, ‘এতেঅবাকহওয়ারকিছুনেইযেমমতাবন্দ্যোপাধ্যায়মহুয়ামৈত্রকেপরিত্যাগকরেছেন।তিনিঅভিষেকবন্দ্যোপাধ্যায়ছাড়াআরকাউকেরক্ষাকরবেননা, যিনিকমঅপরাধীনন। বেশকয়েকজনতৃণমূলনেতাগুরুতরদুর্নীতিওফৌজদারিঅভিযোগেজেলেরয়েছেন, কিন্তুমমতাবন্দ্যোপাধ্যায়নীরবতাবজায়রেখেছেন।‘
It is not surprising that Mamata Banerjee has abandoned Mahua Moitra. She will defend no one else but Abhishek Banerjee, who is no less delinquent… Several TMC leaders are in jail on serious corruption and criminal charges but Mamata Banerjee has maintained radio silence.
— Amit Malviya (@amitmalviya) October 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us