/anm-bengali/media/media_files/gmMTCQKa0i5juMvMxHDY.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার নিজের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা অমিত মালব্য। সম্প্রতি রাজ্য সরকারকে কটাক্ষ করে একটি গান করার অপরাধে, উত্তরবঙ্গের এক ভাওয়াইয়া শিল্পীকে পুলিশী হেনস্থার শিকার হতে হচ্ছে। আর এই বিষয়েই আজ একটি বিস্ফোরক টুইট করলেন অমিত মালব্য।
/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ এখন এক 'পুলিশ শাসিত রাজ্যে' পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা নিজেদের মত প্রকাশের জন্যও পুলিশী হয়রানি ও ভীতির মুখে পড়ছেন। শুধু মতপ্রকাশের স্বাধীনতাই নয়, বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতিও আজ আক্রমণের মুখে। উত্তরবঙ্গের এক ভাওয়াইয়া শিল্পী, যিনি এসএসসি(SSC) কেলেঙ্কারি নিয়ে, তার গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন, তাকেও আজ নিশানা করা হয়েছে। লোকসংগীত, নৃত্য ও নাটকের মতো জনগণের কণ্ঠস্বরগুলিকেও দমন করার এই প্রবণতা অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ।''
Mamata Banerjee has reduced West Bengal to a police state, where law enforcement is increasingly used as a tool of political suppression. Ordinary citizens are being harassed and intimidated simply for expressing their views. This isn’t just an assault on freedom of speech—it’s a… pic.twitter.com/fLs6g1uLoO
— Amit Malviya (@amitmalviya) April 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us