নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতা অমিত মালব্য আক্রমণ করলেন রাহুল গান্ধীকে।
/anm-bengali/media/post_attachments/39543370d5900eaec9e7a5342ef9256b5958e01396de186ead23d28f5d5d1702.jpg)
অমিত মালব্য লেখেন, 'কেসি ভেনুগোপাল এবং দীপিন্দর হুডা রাজ্যসভা থেকে পদত্যাগ করার পরে কংগ্রেস বিরোধী দলের নেতার পদ হারাবে। তৃতীয়বার ব্যর্থ হওয়া রাহুল গান্ধীকে প্রাসঙ্গিক রাখা কংগ্রেসের জন্য একটি ব্যয়বহুল চুক্তি। বালক বুদ্ধি আসলে অপয়া।'