/anm-bengali/media/media_files/gmMTCQKa0i5juMvMxHDY.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে আক্রান্ত ডিউটিরত ইডির অফিসারেরা। শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছেন তারা। যাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি। ইতিমধ্যেই একাধিক ক্ষেত্র থেকে রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। ঘটনার ভিডিও প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির মিডিয়া সেলের মুখপাত্র অমিত মালব্য।
এদিন তিনি বলেন, “আজ সকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে ইডি এবং তার সাথে থাকা মিডিয়ার একটি দলের ওপর আক্রমণ করা হয়, যখন তারা রেশন কেলেঙ্কারির ঘটনায় দুই ব্লক-স্তরের টিএমসি নেতা শাহজাহান শেখ এবং শঙ্কর আঢ্যর বাড়িতে অভিযান চালাচ্ছিল। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
শাহজাহান শেখ, বিশেষত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, যিনি কিনা বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীও।
এভাবেই বেহাল বাংলা!
সম্ভবত যারা এজেন্সি কর্মকর্তাদের আক্রমণ করতে বেরিয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা ছিল, যারা স্থানীয় তৃণমূল নেতাদের পৃষ্ঠপোষকতায় এই ভাবে মাথা চাড়া দিয়ে উঠছে। এই ধরনের সরকার এখনও থাকা মানে তা জাতীয় নিরাপত্তার জন্য একপ্রকার হুমকি! এই সরকারকে আর ফেরৎ আনবেন না”।
A team of the ED and accompanying media was attacked this morning in West Bengal's Sandeshkhali in North 24 Parganas district, when it raided the premises of two block-level TMC leaders, Shahjahan Sheikh and Shankar Adhya, in connection with the ration scam, in which state food… pic.twitter.com/YyEudM89CX
— Amit Malviya (@amitmalviya) January 5, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us