কংগ্রেসের বোফর্স কেলেঙ্কারি টানলেন বিজেপি নেতা, এবার রাহুলের বাবা তুলে...

ফের শিরোনামে বিজেপি নেতা।

author-image
SWETA MITRA
New Update
rahuss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তুলোধনা করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘এটা আশ্চর্যের কিছু নয় যে হতাশ রাহুল গান্ধী, যিনি তার মা সোনিয়া গান্ধীর সাথে বর্তমানে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারিতে জামিনে মুক্ত, একজন মুখ্যমন্ত্রীকে 'দুর্নীতির শংসাপত্র' দিচ্ছেন, কারণ তিনি তাকে তার জায়গা দেখিয়েছেন। ভুলে গেলে চলবে না, বোফর্স কেলেঙ্কারির পর রাহুলের প্রয়াত বাবা রাজীব গান্ধী জড়িত ছিলেন, ভারতের লোকসভা নির্বাচনে 'গম্ভীর, অসংখ্য স্লোগান' স্লোগান দেওয়া হয়েছিল। কিন্তু গান্ধী পরিবারের এই নির্লজ্জ ঔদ্ধত্য এবং অধিকারবোধের কারণেই কংগ্রেস পাল্পে পরিণত হয়েছে।‘