কাকা বনাম ভাইপোঃ কার ডাকে সাড়া দেবেন নেতা, বিধায়করা?

এনসিপি নেতা অজিত পাওয়ারের রাজনৈতিক বিদ্রোহের পরে, উভয় দলই বুধবার তাদের নিজ নিজ গোষ্ঠীর নেতাদের একটি বৈঠক ডেকেছে। এবার দলের নেতা, বিধায়করা কার ডাকে সাড়া দেবেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।

author-image
SWETA MITRA
New Update
ncp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের প্রাক্কালে ‘মহা নাটক’ শুরু হয়েছে মহারাষ্ট্রে (Maharashtra)। এনসিপি (NCP)ছেড়ে মহারাষ্ট্রের এনডিএ জোটে যোগ দিয়েছেন অজিত পাওয়ার (Ajit Pawar)। এদিকে মহারাষ্ট্রে এনসিপি সংকটের মধ্যে নবনিযুক্ত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এনসিপির সমস্ত সাংসদ, বিধায়ক, এমএলসি, জেলা প্রধান এবং রাজ্য প্রতিনিধিদের ডেকে ৫ জুলাই এমইটি বান্দ্রায় একটি বৈঠকে উপস্থিত থাকতে বলেছেন। একই সঙ্গে একই দিনে অর্থাৎ ৫ জুলাই ওয়াইবি চৌহান অডিটোরিয়ামে দলের সব সদস্যকে ডেকে পাঠিয়েছেন শরদ পাওয়ার।

এনসিপিপ্রধানকাকাশরদপাওয়ারেরসঙ্গেভাগ্নেঅজিতপাওয়ারেররাজনৈতিকবিদ্রোহেরপরগতদু'দিনধরেমহারাষ্ট্রেররাজনীতিতেউত্তপ্তপরিবেশতৈরিহয়েছে।রবিবারজুলাইবিজেপি-শিবসেনাএকনাথশিন্ডেসরকারেরসঙ্গে হাত মিলিয়েছেন অজিত পাওয়ার। রবিবারঅজিতপাওয়ারমোটজনবিধায়ককেনিয়েরাজভবনেগিয়ে হঠাতই হাজির হওন। এরপরেইরাজ্যেরউপ-মুখ্যমন্ত্রীহিসেবে শপথ নেন অজিত পাওয়ার। এদিকে এই ঘটনার পরেই দেশেররাজধানীদিল্লিসহগোটামহারাষ্ট্রেতোলপাড়শুরুহয়। 

এরপরথেকেরাজ্যেররাজনীতিরচাণক্যহিসেবে খ্যাত শরদপাওয়ারএবংগতকয়েকবছরধরেএনসিপিরসাংগঠনিকরাজনীতিতেসক্রিয়অজিতপাওয়ারদুজনেইবুধবার আগামী  জুলাই অর্থাৎ আগামীকাল নেতা, সাংসদ, বিধায়কদেরবৈঠকেরজন্যডেকেছেন।

রাজনৈতিকবিশেষজ্ঞরাধারণাকরছেন, এনসিপিরএইদুইগোষ্ঠীরবৈঠকেরপরজানাযাবেকোনদলেরবেশিক্ষমতারয়েছে। এনসিপি-জাতীয়সভাপতিশরদপাওয়ারবুধবারদুপুর১টায়তাঁরশিবিরেরনেতাদেরএকটিবৈঠকডেকেছেনএবংশিন্ডে-ফড়নবিশসরকারেরঅংশঅজিতপাওয়ারেরনেতৃত্বাধীনদলটিসকাল১১টায়বৈঠকেবসবেবলেউভয়পক্ষেরকর্মকর্তারাজানিয়েছেন।

অজিতপাওয়ার, ছগনভুজবল, দিলীপওয়ালসেপাতিলএবংহাসানমুশরিফ-সহনয়জনবিধায়কেরবিদ্রোহেরপররবিবারদলভেঙেযাওয়ারপরএইপ্রথমদুইদলেরপদাধিকারীদেরবৈঠকহবে।উভয়দলইদাবিকরেছেযেতাদেরবেশিরভাগবিধায়কেরসমর্থনরয়েছে।

মহারাষ্ট্রবিধানসভারস্পিকাররাহুলনারভেকরএকপ্রশ্নেরজবাবেবলেন, এনসিপিমহারাষ্ট্রেশিবসেনা-বিজেপিরঅংশকিনাবাতারাএখনওবিরোধীদলেআছেকিনাতাতিনিখুঁজেবেরকরতেপারছেননা।