ফের দেশজুড়ে ভয়ের বাতাবরণ, অ্যামিবার হানায় কেরলে মৃত্যু ১৯ জনের

ইতিমধ্যেই ৬১ জন আক্রান্ত হয়েছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: কেরলে ফের এক ভয়ঙ্কর সংক্রমণের হানা। রাজ্যে প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গোএনসেফালাইটিস (PAM)-এর কবলে পড়ে ইতিমধ্যেই ৬১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের, যার মধ্যে অধিকাংশ মৃত্যু ঘটেছে গত কয়েক সপ্তাহেই।

এই বিরল সংক্রমণ ছড়াচ্ছে নায়েগলেরিয়া ফওলেরি নামক অ্যামিবার মাধ্যমে, যা সাধারণত ‘ব্রেন-ইটিং অ্যামিবা’ নামে পরিচিত। সংক্রমণ হলে মস্তিষ্ক ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং এর মৃত্যুহার অত্যন্ত বেশি।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, "পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এটি জনস্বাস্থ্যের এক বড় চ্যালেঞ্জ", এদিন এমনটাই বলেন তিনি। প্রথমে কোঝিকোড় ও মলপুরমে সংক্রমণ ধরা পড়লেও এখন গোটা রাজ্যেই ছড়িয়ে পড়ছে এই মারণ রোগ। আক্রান্তদের মধ্যে আছেন তিন মাসের শিশু থেকে ৯১ বছরের বৃদ্ধ পর্যন্ত।

brain eater amiba

গত বছরও এই সংক্রমণ দেখা দিয়েছিল, তবে তা একটি নির্দিষ্ট জলের উৎস থেকে। এবার সংক্রমণের ঘটনা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, ফলে উৎস চিহ্নিত করা আরও কঠিন হয়ে উঠছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত দূষিত জলের সংস্পর্শেই এই সংক্রমণ হয়। প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা, জ্বর, বমি, মাথা ঘোরা— যা অনেকটাই মেনিনজাইটিসের মতো। ফলে রোগ শনাক্ত করতে দেরি হয়ে যাচ্ছে।

কেরলে ইতিমধ্যেই জারি হয়েছে বিশেষ সতর্কতা। যদিও এখনও অন্য কোনও রাজ্যে এই রোগের হদিস মেলেনি, তবুও স্বাস্থ্য দফতর আশঙ্কা করছে যে সংক্রমণ দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।