/anm-bengali/media/media_files/Rv02ldHhQwDCTHWPd4dC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জোরকদমে চলছে উত্তরাখণ্ডের উত্তরকাশী (Uttarkashi) সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদেরউদ্ধারকাজ। এদিকে তৈরি রয়েছে একের পর এক অ্যাম্বুলেন্স বলে খবর। আজ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েঅ্যাম্বুলেন্সচালকনবীনবলেন, "এখনওপর্যন্তচারটিঅ্যাম্বুলেন্সমোতায়েনকরাহয়েছেএবংদেরাদুন, হরিদ্বারএবংতেহরিথেকে৩৫-৩৬টিঅ্যাম্বুলেন্সশীঘ্রইএখানেপাঠানোহবে।উদ্ধারঅভিযানশুরুরচারঘণ্টাআগেসবঅ্যাম্বুলেন্সএখানেসারিবদ্ধভাবেরাখাহবে।এখানেমোট৪০টিঅ্যাম্বুলেন্সসারিবদ্ধভাবেরাখাহবে।“
অ্যাম্বুলেন্সকর্মীহরিশপ্রসাদবলেন, "অক্সিজেনসিলিন্ডার, মাস্ক, স্ট্রেচার, বিপিসরঞ্জাম, সমস্তমেশিনএবংসুবিধারমতোসমস্তব্যবস্থাএখানেকরাহয়েছে।৪০-৪১টিঅ্যাম্বুলেন্সেরচাহিদাজানানোহয়েছিল।“
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue: Ambulance Driver Naveen says, "Four ambulances have been stationed so far and 35-36 ambulances will be here soon that have been sent from Dehradun, Haridwar and Tehri...Four hours before the rescue operation begins, all the… pic.twitter.com/RY5ccqHrAy
— ANI (@ANI) November 22, 2023
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue: Ambulance staff member, Harish Prasad says, "All arrangements have been made such as oxygen cylinders and masks, stretcher, BP equipment, all machines and facilities are here...A demand for 40-41 ambulances was forwarded" pic.twitter.com/dfW77N0yRE
— ANI (@ANI) November 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us