দাঁড়িয়ে একের পর এক অ্যাম্বুলেন্স, যে কোনও পরিস্থিতির জন্য তৈরি

উত্তরকাশীর সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের আজ ১১ দিন। জোর কদমে চলছে উদ্ধার কাজ।

author-image
SWETA MITRA
New Update
ambulance.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জোরকদমে চলছে উত্তরাখণ্ডের উত্তরকাশী (Uttarkashi) সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদেরউদ্ধারকাজ। এদিকে তৈরি রয়েছে একের পর এক অ্যাম্বুলেন্স বলে খবর। আজ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েঅ্যাম্বুলেন্সচালকনবীনবলেন, "এখনওপর্যন্তচারটিঅ্যাম্বুলেন্সমোতায়েনকরাহয়েছেএবংদেরাদুন, হরিদ্বারএবংতেহরিথেকে৩৫-৩৬টিঅ্যাম্বুলেন্সশীঘ্রইএখানেপাঠানোহবে।উদ্ধারঅভিযানশুরুরচারঘণ্টাআগেসবঅ্যাম্বুলেন্সএখানেসারিবদ্ধভাবেরাখাহবে।এখানেমোট৪০টিঅ্যাম্বুলেন্সসারিবদ্ধভাবেরাখাহবে।“

অ্যাম্বুলেন্সকর্মীহরিশপ্রসাদবলেন, "অক্সিজেনসিলিন্ডার, মাস্ক, স্ট্রেচার, বিপিসরঞ্জাম, সমস্তমেশিনএবংসুবিধারমতোসমস্তব্যবস্থাএখানেকরাহয়েছে।৪০-৪১টিঅ্যাম্বুলেন্সেরচাহিদাজানানোহয়েছিল।“