/anm-bengali/media/media_files/2024/10/27/XbBMoqPGVpIHNZwaPRJG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতায় ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। ‘আম্বেদকর’কে অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই দাবি তুলেছেন বিরোধীরা। সংসদে দাঁড়িয়েই ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি তুলেছেন বিরোধীরা। যার জন্যে এই বিষয়ে নতুন করে উত্তপ্ত সংসদের উভয় কক্ষ।
/anm-bengali/media/media_files/tRiDNTppFcQRKnNX15Y2.jpg)
এদিন এই প্রসঙ্গে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, “কংগ্রেস দেশে ভিত্তিহীন মিথ্যা ছড়ানোর চেষ্টা করছে৷ তারা সর্বদা ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরকে অসম্মান করেছে৷ আইন হিসাবে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল৷ নেহেরুর আমলের সবকিছুই বিস্তারিত লিখেছেন বাবাসাহেব। অমিত শাহের বিরুদ্ধে সেই বাবাসাহেব আম্বেদকরকেই দাঁড় করাচ্ছে বিরোধীরা। এই দুই দিনে সংবিধান নিয়ে বিতর্কে কংগ্রেসের পুরো অতীত উন্মোচিত হয়েছে। তারা এখন উত্তেজিত এবং অমিত শাহের বক্তব্যের ভুল ব্যাখ্যা করছে”।
#WATCH | Delhi: On Union Home Minister Amit Shah's speech in Rajya Sabha, BJP MP Ravi Shankar Prasad says, "The Congress is trying to spread baseless lies in the country. They have always disrespected Bharat Ratna Babasaheb Ambedkar. He was forced to resign as the Law Minister of… pic.twitter.com/vvgu6OI7dR
— ANI (@ANI) December 18, 2024
/anm-bengali/media/media_files/1BT0hL7Bw0BJV4iatzg4.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us