/anm-bengali/media/media_files/vmpoUaWH69bI23Fx1esT.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি দুজনেই আমন্ত্রিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। আমন্ত্রণ পত্র আগেই গ্রহণ করেছেন তারা। আজ সেখানে উপস্থিত হয়ে কথা রাখলেন দুজনেই। কিন্তু এ কি এতো উল্লেখ যোগ্য মুহুর্তেও ফোনে মুখ গুঁজলেন তারা!
আসল বিষয় হল, সেখানে উপস্থিত থাকলেও মন্দির প্রাঙ্গণের ভিতরে কীভাবে পূজা চলছে তা জায়েন্ট স্ক্রিনে অনেকেই ঠিক করে দেখতে পাচ্ছেন না। ফলে মোবাইলই ভরসা। সেই কাজই করছিলেন আম্বানি দম্পতি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের লাইভ সম্প্রচারণই দেখছিলেন ফোনে। খানিকটা আবেগপ্রবণ হয়েই ফোনের দিকে তাকিয়ে ছিলেন দুজনেই। ফোনে ফোনেই দর্শন করছিলেন রামলালার।
#WATCH | Reliance Industries Chairman and MD Mukesh Ambani & his wife Nita Ambani watch the live video of the Pran Pratishtha ceremony at Shri Ram Janmabhoomi Temple in Ayodhya.#RamMandirPranPrathisthapic.twitter.com/WWuqTU9YGi
— ANI (@ANI) January 22, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us