অমরনাথ যাত্রা এবার আরও কঠোর নিরাপত্তায় মোড়া

যানবাহনের চলাচল রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Pahalgam-Terror-Attack-Injures-5-Tourists-Raises-Alarm-Ahead-of-Amarnath-Yatra

File Picture

নিজস্ব সংবাদদাতা: অমরনাথ যাত্রাকে এবার উন্নত প্রযুক্তিযুক্ত নিরাপত্তার চাদরে মোড়া হচ্ছে। জম্মু ও কাশ্মীরের কুলগামে অমরনাথ যাত্রার নিরাপত্তা আরও জোরদার করার জন্য কুলগাম পুলিশ উন্নত প্রযুক্তি গ্রহণ করেছে। যা শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কে অত্যাধুনিক জিও-ফেন্সিং নজরদারি এবং ফেস রেকগনাইজ ব্যবস্থা স্থাপন করেছে। কুলগামের আওতাধীন মহাসড়ক জুড়ে জিও-ফেন্সিং মোতায়েন করা হয়েছে যাতে তীর্থযাত্রী এবং যানবাহনের চলাচল রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যায়।