অমরনাথ যাত্রায় দুর্ঘটনা! জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

উদ্বেগের কোনও কারণ নেই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: অমরনাথ যাত্রায় দুর্ঘটনা নিয়ে এবার দুঃখপ্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইট করে লেখেন, "চন্দ্রকোটে অমরনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি গাড়ির সাথে সড়ক দুর্ঘটনার কথা জানার পর, রামবানের জেলা প্রশাসক মোহাম্মদ আলিয়াস খানের সাথে কথা বলেছি। ৩৬ জন তীর্থযাত্রী সামান্য আহত হয়েছেন, যাদের জেলা হাসপাতালে রামবানে চিকিৎসা চলছে। উদ্বেগের কোনও কারণ নেই। তীর্থযাত্রীদের জন্য সমস্ত ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে এবং প্রশাসন ক্রমাগত তদারকি করছে"।

GvEe6qybsAA-88J