ভোটের আগে গ্রেফতার কংগ্রেস নেতা, বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ দলের

কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরাকে মাদক মামলায় গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।

author-image
SWETA MITRA
New Update
cong4.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবকংগ্রেসনেতাবিধায়কসুখপালসিংখাইরাকে (Sukhpal Singh Khaira) বৃহস্পতিবারচণ্ডীগড় থেকে গ্রেফতার করা হয়।তবেপাঞ্জাবপুলিশএখনওএইগ্রেফতারেরবিষয়েকোনওবিবৃতিদেয়নি।গ্রেফতারেরসময়খাইরাফেসবুকেলাইভেআসেন।সময়তাকেপুলিশেরসঙ্গেতর্ককরতেদেখাযায়।লাইভভিডিওতেখাইরাকেডিএসপিআচরুরামশর্মাবলতেশোনাযায়যেএনডিপিএসমামলায়একটিএসআইটিগঠনকরাহয়েছে।তাঁরবিরুদ্ধেমাদকপাচারেরপ্রমাণরয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে এবার গর্জে উঠল পাঞ্জাব কংগ্রেস। কড়া হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা ওয়ারিং। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেন, সম্প্রতি গ্রেফতার হওয়া সুখপাল সিং-জি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আম আদমি পার্টির এটি বিরোধী দলকে ভয় দেখানোর একটি প্রচেষ্টা এবং এটি একটি চক্রান্ত। সরকার মূল বিষয়গুলি থেকে বিচ্যুত হবে। আমরা দৃঢ়ভাবে সুখপাল খাইরার পাশে রয়েছি এবং এই লড়াইকে তার যৌক্তিক পরিণতিতে নিয়ে যাবো।‘