/anm-bengali/media/media_files/2025/01/11/0jHH2iPvNmS7eltez1V7.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজস্থান ফ্রন্টিয়ার সীমান্তরক্ষী বাহিনী ফের জানালো তাঁদের শক্তি প্রদর্শনের কথা। কীভাবে অপারেশন সিঁদুরের সময় তারা পাকিস্তানের একের পর এক ড্রোন হামলা রুখে দিয়েছিল, সেই কথায় প্রকাশ্যে আনলো বিএসএফ। বিএসএফ ইন্সপেক্টর জেনারেল (আইজি), এমএল গর্গ এদিন এই প্রসঙ্গে বলেন, “বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন থাকায় অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা, সেগুলি ধ্বংস করে দিয়েছে। বিএসএফ অনেক পাকিস্তানি ড্রোন ধ্বংস করেছে কারণ ড্রোন-বিরোধী ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে বিএসএফ সবচেয়ে অভিজ্ঞ বাহিনী”।
#WATCH | Jaisalmer, Rajasthan | Inspector General (IG) of the Border Security Force (BSF) Rajasthan Frontier, ML Garg says, "BSF played a vital role in Operation Sindoor as BSF is deployed on the international border...Drones and missiles were fired at us and our air defence… pic.twitter.com/iUaKGTWLfY
— ANI (@ANI) June 5, 2025
/anm-bengali/media/post_attachments/00048afe-674.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us