/anm-bengali/media/media_files/2024/12/05/uLEWExrPZDTkJegCjcj8.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানায় গতকাল হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্প-2' স্ক্রিনিংয়ের সময় পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান এবং এক শিশু সহ দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এবার এই ঘটনায় তদন্ত শুরু করলো পুলিশ।
/anm-bengali/media/media_files/wQ5AQnehYUQYAuYuXiea.jpg)
এদিন এই প্রসঙ্গে সেন্ট্রাল জোনের ডিসিপি অক্ষাংশ যাদব বলেন, “অভিযোগ অনুসারে, থিয়েটার ব্যবস্থাপনা, অভিনেতা আল্লু অর্জুন এবং তার নিরাপত্তা দলকে অভিযুক্ত হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের চিহ্নিত করতে হবে কারা তার নিরাপত্তা দলে আছে। গতকাল সেখানে কারা ছিল যারা মানুষকে ধাক্কা দিয়ে এই পরিস্থিতি তৈরি করেছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের তরফে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কিন্তু পুলিশ কোনও রকম কোনও ধাক্কাধাক্কি দেয়নি। পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে”।
#WATCH | Hyderabad, Telangana: On woman killed, child injured during ‘Pushpa-2’ screening at Sandhya Theatre in Hyderabad yesterday, Central Zone DCP Akshansh Yadav says, "...According to the complaint, the theatre management, actor Allu Arjun and his security team have been made… pic.twitter.com/dNUegBKWEO
— ANI (@ANI) December 5, 2024
উল্লেখ্য, গতকাল স্ক্রিনিংয়ের আগে যখন বিশাল জনতা আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে মরিয়া, সেই সময় অভিনেতা আসার সাথে সাথে এন্ট্রি গেটের কাছে হুড়োহুড়ি পড়ে যায়। সেখানেই পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা। নিহত মহিলার নাম রেবতী, তিনি দিলসুখনগরের বাসিন্দা ছিলেন। তিনি তার স্বামী এবং তাদের দুই সন্তানের সাথে পুষ্পা ২ এর প্রিমিয়ার দেখতে এসেছিলেন। আর জনতার হুড়োহুড়ির মুখে পড়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তারপরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
/anm-bengali/media/media_files/2024/12/05/C4QiQflZYXg904sEhsFF.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us