করুর মর্মান্তিক পদদলনকাণ্ডে সব পক্ষের ভুল আছে: পি. চিদাম্বরম

তামিলনাড়ু সরকারের কাছে সমাধানের প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সাংসদ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-29 11.45.37 AM

নিজস্ব সংবাদদাতা: করুরে পদদলিত হয়ে মৃত্যু-আহতের ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেস সাংসদ পি. চিদাম্বরম। তিনি বলেন, “তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে. সেলভাপেরুন্ধাগাই ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছেন। সেটাই দলের অবস্থান, আমিও সেটার সঙ্গেই একমত।”

তবে সংবাদপত্রে প্রকাশিত খবর ও টেলিভিশনের দৃশ্য দেখে চিদাম্বরমের ধারণা হয়েছে যে, “সব পক্ষেরই কিছু না কিছু ভুল রয়েছে। সেই কারণেই আমি একটি সমাধানের প্রস্তাব করেছি এবং তা তামিলনাড়ুর মুখ্যসচিবকে দিয়েছি।” তিনি আরও আশা প্রকাশ করেন, সরকার বহু দিক থেকে পরামর্শ পাবে এবং সব দিক বিবেচনা করে ভবিষ্যতের জন্য এমন সিদ্ধান্ত নেবে, যা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই কার্যকর হবে।