৩ সেপ্টেম্বর সব স্কুল বন্ধ ঘোষণা

প্রবল বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা।

author-image
Aniket
New Update
school.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রবল বর্ষণ ও আবহাওয়া দফতরের সতর্কবার্তার জেরে জম্মু ডিভিশনে আগামীকাল (৩ সেপ্টেম্বর) সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা বৃষ্টিপাতের ফলে পার্বত্য অঞ্চলে ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ঝুঁকিপূর্ণ।

জেলা প্রশাসন সূত্রে খবর, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যাতে না হয়, সে কারণে যেখানে সম্ভব সেখানে অনলাইন ক্লাস চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পার্বত্য অঞ্চলে ভূমিধস ও জলবাহিত বিপর্যয়ের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।