New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ লোকসভার বাইরে এবং ভিতরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে যখন লোকসভার কক্ষে দুজন অতিথি গ্যালারি থেকে লাফ দেয়। অন্যদিকে তখন বাইরেও দুজন স্লোগান দিচ্ছিল এবং বিক্ষোভ দেখাচ্ছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। এই নিয়ে সকলের চোখে-মুখে যখন আতঙ্কের ছাপ ঠিক তখন আজকের মত মুলতবি করে দেওয়া হল লোকসভার শীতকালীন অধিবেশন। পাশাপাশি লোকসভার অধ্যক্ষ সর্বদলীয় বৈঠক দেখেছেন নিরাপত্তা লঙ্ঘন নিয়ে।
Lok Sabha adjourned, Speaker convenes all-party meet on security breach
— Press Trust of India (@PTI_News) December 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us