দেশে ফিরছেন সর্বদলীয় প্রতিনিধিরা, জাতিসংঘ পাকিস্তানের বিরুদ্ধে নেবে পদক্ষেপ আশা সদস্যদের

'আমরা আশা করিনি যে আমরা এত ভালো সাড়া পাবো'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
un

File Picture

নিজস্ব সংবাদদাতা: লাইবেরিয়া সফর শেষে সর্বদলীয় প্রতিনিধিদলের ৪টি দেশ সফরের সমাপ্তি হয়ে গেল আজ। যা জানা যাচ্ছে, আজই গভীর রাতে দেশে ফিরবেন ভারতের সর্বদলীয় প্রতিনিধিরা। বিজেপির রাজ্যসভার সাংসদ এবং সিনিয়র অ্যাডভোকেট মনন কুমার মিশ্র এদিন এই প্রসঙ্গে বলেন, “শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে আমরা চারটি দেশ সফর করেছি। আমরা প্রথমে আরব আমিরাশাহী গিয়েছিলাম। সেখানে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আমরা আশা করিনি যে আরব আমিরশাহীর মতো একটি ইসলামিক দেশ থেকে আমরা এত ভালো সাড়া পাবো। আজ, সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার দুটি দেশের সংসদে (পহেলগাঁও-এ জঙ্গি হামলায় নিহতদের) আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়েছে। এটি একটি বড় বিষয়। সবাই পাকিস্তানের কার্যকলাপ এবং সন্ত্রাসী ঘটনার নিন্দা করেছে। সবাই পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেছে। আমরা আশা করছি যে আগামী দিনে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আফ্রিকান ইউনিয়নের এই তিনটি দেশ তাদের আওয়াজ তুলবে”।