সব শেষ: রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ফলে ওড়িশার বালেশ্বরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। 

author-image
Aniket
03 Jun 2023
c

নিজস্ব সংবাদদাতা: গতকাল হাওড়া থেকে চেন্নাই যাওয়ার পথে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে করমণ্ডল এক্সপ্রেস। যার ফলে মৃত্যু মিছিল তৈরি হয়েছে। করমণ্ডল এক্সপ্রেসের ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে।

Image

এই ঘটনায় বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করেছেন, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্মশতবার্ষিকীর জন্য আজ রাজ্যে নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী এমকে স্টালিন কালাইগনার মূর্তি এবং কালাইগনার মেমোরিয়ালে শ্রদ্ধা জানাবেন। বাকি সমস্ত জনসভা এবং অনুষ্ঠান বাতিল করা হয়েছে।