New Update
/anm-bengali/media/media_files/2025/03/11/fHwabGFTavJtTiX5eViV.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)। সূত্র মারফত জানা যাচ্ছে যে, ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB) সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন ১৭ মার্চ ২০২৫-এ দিল্লির যন্তর-মন্তরে প্রতিবাদ কর্মসূচি করবে।
/anm-bengali/media/media_files/2025/03/11/j2f0j7HQ4NbTEHAiy25E.jpeg)
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক স্বার্থের পরিপন্থী। তারা সরকারের কাছে এই বিলটি প্রত্যাহারের দাবি জানাবে।
All India Muslim Personal Law Board (AIMPLB) along with all religious and community based organizations, will hold a protest at Delhi's Jantar Mantar on 17 March 2025 against Waqf Amendment Bill 2024.
— ANI (@ANI) March 11, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us