ওয়াক্‌ফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে সন্তোষ প্রকাশ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

এই মুহূর্তের বড় খবর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ওয়াক্‌ফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য সইয়দ কাসিম রসুল ইলিয়াস জানিয়েছেন যে তাঁদের বেশ কিছু যুক্তি আদালত গ্রহণ করেছে।

ইলিয়াস বলেন, “আমাদের বক্তব্য অনেকাংশেই আদালত মেনে নিয়েছে। বিশেষ করে ‘ওয়াক্‌ফ বাই ইউজার’ সংক্রান্ত বিষয়টি আদালত স্বীকার করেছে। পাশাপাশি, সংরক্ষিত স্মৃতিস্তম্ভের ক্ষেত্রে আমরা বলেছিলাম তৃতীয় পক্ষ কোনো দাবি করতে পারবে না—সেটিও আদালত মেনে নিয়েছে। পাঁচ বছরের শর্ত যেটা যুক্ত করা হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “সামগ্রিকভাবে বলতে গেলে আমাদের বহু বক্তব্যই গ্রহণ করা হয়েছে। তাই আমরা অনেকটা সন্তুষ্ট।”

উল্লেখ্য, সম্প্রতি ওয়াক্‌ফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। আদালত কিছু বিধান স্থগিত রেখে আংশিক নির্দেশ জারি করেছে।