/anm-bengali/media/media_files/FaZjOpkebeSg5AtUqfie.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ অবিরাম বৃষ্টিপাতের ফলে দিল্লিতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এমসিডি ১৭ ও ১৮ জুলাই বন্যা কবলিত এলাকায় অবস্থিত স্কুলগুলো বন্ধ রাখার নোটিশ জারি করেছে। এমসিডি জানিয়েছে, যমুনা নদীর তীরবর্তী এলাকার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল ১৭ ও ১৮ জুলাই বন্ধ থাকবে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বন্যাকবলিত এলাকার স্কুলগুলো অনলাইনে ক্লাসের ব্যবস্থা করতে পারে। যমুনা নদীর তীরবর্তী এলাকার স্কুলগুলোতে বন্যা ত্রাণ শিবিরগুলো অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, তাই পরিবেশ অধিদপ্তরের উত্তর, পূর্ব, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলো ১৭ এবং ১৮ জুলাই শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে।
Delhi | MCD issues notice to keep MCD schools located in flood-affected areas closed on the 17th and 18th of July. pic.twitter.com/TAc0tgbcMr
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us