/anm-bengali/media/media_files/2025/08/01/election-commission-a-2025-08-01-11-17-35.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গণতন্ত্রের মূল ভিত যে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা, তা বারবার বলেছে নির্বাচন কমিশন। সেই তালিকা তৈরিতে যাঁরা নেপথ্যে নিরলস পরিশ্রম করেন— বুথ লেভেল অফিসার (BLO) থেকে শুরু করে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) পর্যন্ত— তাঁদের জন্য শনিবার বড়সড় আর্থিক ঘোষণা করল নির্বাচন কমিশন।
২০১৫ সালের পর এই প্রথম, নির্বাচনী কাজে যুক্ত কর্মীদের ভাতা উল্লেখ যোগ্যভাবে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী -
১ বিএলও (BLO)-দের বার্ষিক ভাতা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হয়েছে।
২ ভোটার তালিকা সংশোধনের কাজে অতিরিক্ত ভাতা ১,০০০ থেকে বেড়ে ২,০০০ টাকা।
৩ বিএলও সুপারভাইসারদের বার্ষিক ভাতা ১২,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা।
৪ এবার প্রথমবার ইআরও (ERO) ও অ্যাসিস্ট্যান্ট ইআরও (AERO)-দের জন্য সাম্মানিক চালু করা হয়েছে - ERO- ৩০,০০০ টাকা এবং AERO - ২৫,০০০ টাকা।
৫ এছাড়া, SIR অভিযানে অংশগ্রহণকারী BLO-দেরজন্য ৬,০০০ টাকার অতিরিক্ত ভাতা ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, “স্বচ্ছ নির্বাচন ও সঠিক ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে মাঠ পর্যায়ে যাঁরা দিনরাত কাজ করেন, তাঁদের আর্থিকভাবে সম্মান জানানো আমাদের কর্তব্য"। ভোটার তালিকা হালনাগাদ, ভোটারদের সহায়তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us