New Update
/anm-bengali/media/media_files/1HopkolVXc2Et1a8m8HV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাম মন্দিরকে ঘিরে আবেগময় হয়ে উঠেছে গোটা দেশ। আগামী ২২ জানুয়ারি ইতিহাস গড়তে চলেছে ভারত। এইদিন ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধন হবে। তবে এই রাম মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের পথে হেঁটেছে সরকার। এবার মদ মুক্ত করা হল অযোধ্যার রাম মন্দির চত্ত্বরকে। হ্যাঁ এমনই জানানো হয়েছে বিজেপির তরফে। জানা গিয়েছে, রাম মন্দির সংলগ্ন ১৫০ থেকে ১৭৫ কিমি দীর্ঘ এলাকায় খোলা যাবে না মদের দোকান। এমনই কঠোর নির্দেশ যোগী সরকারের।
'মদ মুক্ত' অযোধ্যার রাম মন্দির চত্বর!
— BJP West Bengal (@BJP4Bengal) December 31, 2023
নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাম মন্দিরকে কেন্দ্র করে আবেগময় গোটা দেশ। pic.twitter.com/s86CeqZMXH
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us