New Update
/anm-bengali/media/media_files/Gr17pRhjRdbZcr3LEUOh.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আজ গালা বিবাহ আসর বসেছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের। গোটা বিশ্ব থেকে বিভিন্ন স্টার সহ বিশেষ ব্যক্তিরা যে অনুষ্ঠানে নিমন্ত্রিত, সেখানেই এবার হাজির থাকতে পারছেন না অক্ষয় কুমার। সদ্য সরফিরে ছবির প্রমোশন শেষ করেছেন অভিনেতা। গোটা বলিউড যেখানে উপস্থিত হয়েছে, সেখানে যাওয়া হল না অক্ষয়ের। কারণ একটাই, করোনার কোপ।
সূত্রে খবর, শেষ ছবি সরফিরে-র প্রমোশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তিনি স্থির করেন করোনা পরীক্ষা করবেন। কারণ তাঁর সেটের বেশ কয়েকজন করোনা পজিটিভ হয়েছেন। শুক্রবার সকালেই এসেছে রিপোর্ট। যার ফলে অম্বানিদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না অক্ষয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us