তার কথায় মনে হচ্ছে যে বন্দে মাতরম তারই তৈরি করা গান- মোদিকে নিশানা অখিলেশ যাদবের

আর কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
akhilesh modi.jpg

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় বন্দে মাতরম নিয়ে দুই পক্ষের তর্কাতর্কি। মোদি এই নিয়ে বিরোধী দলকে আক্রমণ করেছেন। লোকসভায় গৌরব গগোইয়ের পর সিপিএস সভাপতি অখিলেশ যাদব বন্দে মাতরম নিয়ে আলোচনার জবাব দিতে শুরু করেন। তিনি বলেন, "ক্ষমতাসীন দল সবকিছুতে দখল করতে চায়। অখিলেশ বলেন, এরা প্রতিটি কৃতিত্ব নিজের বলে নিতে চায়। যারা মহাপুরুষ, তারা তাদের নয়, এরা তাদেরও দখল করার চেষ্টা করে। তার কথাগুলো থেকে মনে হয় যে বন্ধে মাতরম তারই তৈরি গান।

 PM Modi to initiate Vande Mataram debate in Lok Sabha today