BREAKING : ৯০% মানুষের ১০০% জয় ! জাতিগত জনগণনা নিয়ে বড় বার্তা দিলেন অখিলেশ যাদব

কি বললেন অখিলেশ যাদব ?

author-image
Debjit Biswas
New Update
akhilesh yadavfg2.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার জাতিগত জনগণনা নিয়ে বড় মন্তব্য করলেন সমাজবাদী পার্টি (SP)-র প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন,''এই জয় ৯০% পিছিয়ে পড়া, সংখ্যালঘু, এবং দলিত মানুষের ১০০% জয়। সরকার অবশেষে একটি সিদ্ধান্ত নিয়েছে। আমরা খুশি যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দিকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।” 

akhilesh hjy1.jpg