BREAKING: গরুর দুধ নয়, গোবরেই খুশি বিজেপি ! বিজেপিকে চরম কটাক্ষ করলেন অখিলেশ যাদব

কি বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ?

author-image
Debjit Biswas
New Update
c

নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিজেপিকে চরম কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন,''এই সরকার এখন এক্সপ্রেসওয়ের পাশে শিল্পাঞ্চল গড়ার কথা বলছে, কিন্তু সমাজবাদী পার্টি অনেক আগেই এখানে কৃষকদের জন্য বাজার তৈরি করতে চেয়েছিল। বিজেপির উচিত কৃষকদের জন্য সঠিক বাজার তৈরি করা, যেখানে প্রতিটি ফসল কেনা-বেচা করা হবে।"

akhilesh hjy.jpg

এরপর অখিলেশ রসিকতা করে বলেন, "আপনি যদি বিজেপি সমর্থকদের ঘি বা দই উপহার দেন, তাহলে তারা রেগে যাবে। কিন্তু যদি গোবর উপহার দেন, তাহলে দারুন খুশি হবে।"