আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করা উচিত নয় ! মোদিকে সতর্ক করলেন অখিলেশ যাদব

কি বললেন অখিলেশ যাদব ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
modi and trump

নিজস্ব সংবাদদাতা : এবার ভারত-আমেরিকা সম্পর্ককে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করলেন অখিলেশ যাদব। তিনি বলেন,''আমেরিকা মূলত ব্যবসা করে। এটি পুঁজিপতিদের রাজধানী, যেখানে সম্পদ এবং অর্থ তৈরি হয়। বড় লোকেরা আমেরিকায় স্বপ্ন দেখে এবং সেখানকার মানুষ তাদের স্বপ্নকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রম করে। এর ফলে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সুযোগ-সুবিধা, পরিকাঠামো, স্বাস্থ্য এবং শিক্ষার বিষয়ে আমেরিকা বিশ্বের অন্যতম সেরা দেশ। সেই দেশের সঙ্গে সম্পর্ক কখনও খারাপ হওয়া উচিত নয়।”

akhilesh hjy1.jpg