নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনকে কেন্দ্র করে এবার এক বড় দাবি করে বসলেন সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তিনি বলেন,''আমরা উত্তর প্রদেশের যুবকদের কর্মসংস্থান, চাকরি এবং শিক্ষার জন্য ল্যাপটপ দিয়েছিলাম। আমরা তেজস্বী যাদবজি-কে বলব, মেয়েরা যেন সাইকেলে চড়ে স্কুল-কলেজ যেতে পারে। এছাড়াও তাদের পড়াশোনায় সাহায্য করতে এবং তারা ভালো নম্বর পেলে আমাদের ভাই-বোনদের ল্যাপটপ দিতে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/07/L4RQIuoqOVIvrdikoA8l.jpeg)
এরপর তিনি বলেন,''যখন তেজস্বী যাদব নতুন মুখ্যমন্ত্রী হবেন, তখন তিনি একটি নতুন চিন্তাভাবনা, একটি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে বিহারের উন্নয়ন করবেন। তখন আমরা সবাই একসঙ্গে আমাদের অভিজ্ঞতা দিয়ে তাঁকে সমর্থন করব, যাতে আমরা নতুন উপায়ে কাজ করে বিহারকে একটি নতুন বিহার হিসেবে গড়ে তুলতে পারি।''
আমরা অভিজ্ঞতার মাধ্যমে সাহায্য করব,মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী ! এবার বড় দাবি করলেন অখিলেশ যাদব
কি বড় দাবি করলেন অখিলেশ যাদব ?
নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনকে কেন্দ্র করে এবার এক বড় দাবি করে বসলেন সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তিনি বলেন,''আমরা উত্তর প্রদেশের যুবকদের কর্মসংস্থান, চাকরি এবং শিক্ষার জন্য ল্যাপটপ দিয়েছিলাম। আমরা তেজস্বী যাদবজি-কে বলব, মেয়েরা যেন সাইকেলে চড়ে স্কুল-কলেজ যেতে পারে। এছাড়াও তাদের পড়াশোনায় সাহায্য করতে এবং তারা ভালো নম্বর পেলে আমাদের ভাই-বোনদের ল্যাপটপ দিতে।"
এরপর তিনি বলেন,''যখন তেজস্বী যাদব নতুন মুখ্যমন্ত্রী হবেন, তখন তিনি একটি নতুন চিন্তাভাবনা, একটি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে বিহারের উন্নয়ন করবেন। তখন আমরা সবাই একসঙ্গে আমাদের অভিজ্ঞতা দিয়ে তাঁকে সমর্থন করব, যাতে আমরা নতুন উপায়ে কাজ করে বিহারকে একটি নতুন বিহার হিসেবে গড়ে তুলতে পারি।''