নাগপুর হিংসা মামলায় বড় দাবি করলেন অখিলেশ যাদব !

কি মন্তব্য করলেন অখিলেশ যাদব ?

author-image
Debjit Biswas
New Update
akhileshyadavs1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ নাগপুর হিংসা প্রসঙ্গে আরএসএস নেতা সুনীল আম্বেকরের বক্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।তিনি বলেছেন, "যে সমস্ত লোকেরা এই বিষয়টি উসকে দিল, যারা অগ্নিসংযোগ করলো, তারাই এখন বলছে যে এই বিষয়টি তোলা উচিৎ নয়।"

akhilesh hjy.jpg

এরপর ডিলিমিটেশন ইস্যুতে তিনি বলেন, "আমি তামিলনাড়ুর মানুষের পাশে আছি, কারণ এটা কেউই জানে না যে বিজেপি কেমনভাবে ডিলিমিটেশন করবে। প্রথমে সরকারকে জনগণনা করতে হবে এবং তারপর জাতিগত জনগণনা করা উচিৎ সরকারের।"