নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এদিন বলেন, “তারা (বিজেপি) প্রত্যেকটা সিস্টেম নষ্ট করেছে। প্রতিটি সিস্টেম, প্রতিটি দফতর ধ্বংস হয়ে যাচ্ছে। আমি শুনেছি যে (কেশব প্রসাদ) মৌর্য জি শুধুমাত্র একটা ‘গুঁটি’। সে দিল্লির ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। এবার আপনারাই বলুন তো, এই ভাবে কি সরকার চলতে পারে? ইউপি এই ভাবে চলতে পারে না। তারা উত্তর প্রদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে”।
/anm-bengali/media/media_files/LDiejUvgMp84AsDEopbq.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)