ভেঙে পড়তে চলেছে মহারাষ্ট্রের NDA জোট ! অজিত পাওয়ারের মন্তব্যে ছড়িয়েছে চাঞ্চল্য

কি বললেন অজিত পাওয়ার ?

author-image
Debjit Biswas
New Update
ajit pawar

নিজস্ব সংবাদদাতা : ভেঙে পড়তে চলেছে কি মহারাষ্ট্রের এনডিএ (NDA) জোট ? সম্প্রতি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মন্তব্যে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। আসলে মহারাষ্ট্রের আসন্ন পৌরসভা নির্বাচনের বিষয়ে আজ বেশকিছু কথা বলছিলেন অজিত পাওয়ার। সেখানে তিনি বলেন,''আমরা বিধানসভা এবং লোকসভা নির্বাচন মহাযুতি হিসেবে একসঙ্গে লড়েছি। কিন্তু আসন্ন পৌরসভা নির্বাচনের জন্য আমরা পরিস্থিতি এবং চাহিদা দেখে একটি সিদ্ধান্ত নেব।" 

eknath shinde.jpg

অজিত পাওয়ারের এই মন্তব্য এমনটাই ইঙ্গিত দেয় যে, এনডিএ (NDA) জোটের শরিক দলগুলি (বিজেপি, শিবসেনা এবং এনসিপি-এ) পৌরসভা নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যদিও এর আরও একটি কারণ হতে পারে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সমীকরণ এবং প্রতিটি দলের নিজস্ব শক্তি ও দুর্বলতা।