কৌশলগত স্বায়ত্তশাসনই মূলমন্ত্র ! রাশিয়া ও পশ্চিমের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করলেন প্রাক্তন রাষ্ট্রদূত অজয় মালহোত্রা

কি ব্যাখ্যা করলেন প্রাক্তন রাষ্ট্রদূত অজয় মালহোত্রা ?

author-image
Debjit Biswas
New Update
modi putinq2.jpg

নিজস্ব সংবাদদাতা : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফর এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্কের ভারসাম্যতা কীভাবে বজায় রাখা হবে—এই বিষয়ে নিজস্ব মত জানালেন রাশিয়ায় নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত অজয় মালহোত্রা। তিনি জোর দিয়ে বলেন, ভারত তার বিদেশনীতিতে 'কৌশলগত স্বায়ত্তশাসন' (Strategic Autonomy) এবং 'বহু-সমরেখতা' (Multi Alignment)-কে মূল ভিত্তি হিসেবে দেখে।

modi

অজয় মালহোত্রা বলেন, ভারতের বিদেশনীতির মূল ঐতিহ্য এই দুটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। ভারত তার নিজস্ব বিচার ও পদক্ষেপের স্বাধীনতার জন্য গর্বিত। তিনি বলেন,''আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ (নীতি), কারণ আপনারা জানেন, কৌশলগত স্বায়ত্তশাসন এবং বহু-সমরেখতা আমাদের সমসাময়িক বিদেশনীতির ঐতিহ্যের মূল ভিত্তি। আমরা আমাদের বিচার এবং কাজের স্বাধীনতার জন্য গর্বিত। আমরা সব শক্তির সঙ্গে আমাদের নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতে যুক্ত হই, বাইরের কোনো চাপ বা বাইরের কোনো ব্লক রাজনীতির ভিত্তিতে নয়।"