/anm-bengali/media/media_files/ZV4BDO6zL7cOi5GNiblC.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মোদী সরকার দ্বারা প্রস্তাবিত মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস। লোকসভায় গতকাল পাশ হবার পর এবার রাজ্যসভায় পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে এই বিল। দীর্ঘায়িত আলোচনার মাঝে এবার আবার মোদী সরকারকে আক্রমণ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারা এই মহিলা সংরক্ষণ বিলের দুটি গুরুত্বপূর্ণ অনিশ্চিত বিষয় তুলে ধরেছে।
১. আদমশুমারি যা ২০২১ সালের পর থেকে আর করা হয়নি।
২. সীমাবদ্ধতা বিশ্লেষণ যা করতে গত ৬ বছর সময় লেগে গেছে।
এবার তৃণমূল বলছে বিজেপির নির্বাচনী কৌশলের ফাঁদে পা না দিতে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দাবি করছে যে ২০২৪ সালের কথা ভুলে যান, ২০২৯ সালের আগে এই বিল কার্যকর করা সম্ভব নয়।
The recently passed Women's Reservation Bill depends on 2 major uncertain events:
— All India Trinamool Congress (@AITCofficial) September 21, 2023
◼️Census, which is overdue since 2021
◼️Delimitation exercise, which took 6 years last time
Don't fall for @BJP4India's electoral gimmicks. Forget 2024, the bill can't be implemented before 2029! pic.twitter.com/5dBP1UeGew
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us