তথ্য আদান-প্রদান ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি ! দিল্লি বিমানবন্দরে ব্যাহত হল বিমান পরিষেবা

বড় আপডেট দিল বিমানবন্দর কর্তৃপক্ষ।

author-image
Debjit Biswas
New Update
delhi airport

নিজস্ব সংবাদদাতা : দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Delhi Airport) আজ সকাল থেকেই বিমান পরিষেবার কাজ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এই বিষয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) জানিয়েছে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-এর তথ্য আদান-প্রদান ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিলম্ব দেখা দিয়েছে।

delhi airport

একটি বিবৃতিতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) জানিয়েছে, ''দিল্লি বিমানবন্দরে আজ সকাল থেকেই বিমান পরিচালনায় ব্যাপক বিলম্ব ঘটেছে। মূলত অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেমে (AMSS) একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় এই সমস্যা দেখা গেছে। এই সিস্টেমটিই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের তথ্য সরবরাহ করে।"

এই অপ্রত্যাশিত প্রযুক্তিগত সমস্যার কারণে আজ সকাল থেকেই বহু যাত্রীকে বিমানবন্দরে অপেক্ষায় থাকতে হচ্ছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।