BREAKING: ফের সমস্যা ! একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করলো এয়ার ইন্ডিয়া

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Air india

নিজস্ব সংবাদদাতা : এবার রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল (কারিগরি) সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। এরমধ্যে বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলির মধ্যে রয়েছে, AI906: দুবাই → চেন্নাই, AI308: দিল্লি → মেলবোর্ন, AI309: মেলবোর্ন → দিল্লি, AI2204: দুবাই → হায়দরাবাদ। আর বাতিল হয়ে যাওয়া অভ্যন্তরীণ ফ্লাইটগুলির মধ্যে রয়েছে, AI874: পুনে → দিল্লি, AI456: আহমেদাবাদ → দিল্লি, AI2872: হায়দরাবাদ → মুম্বাই, AI571: চেন্নাই → মুম্বাই। এই ফ্লাইটগুলির নতুন সময় সম্পর্কে জানার জন্য যাত্রীদের পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। 

Air India