/anm-bengali/media/media_files/2025/06/12/rh9K4hK6PAfKiGcAJQmx.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি উড়ানের মাত্র ২ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে একটি মেডিকেল কলেজ হোস্টেলের উপর, এবং সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে জ্বলে ওঠে। বিমানে থাকা ২৪২ জন যাত্রীর ১ জন ছাড়া আর কেউই বেঁচে নেই বলে অনুমান করা হচ্ছে।
এই দুর্ঘটনায় নিখোঁজদের তালিকায় রয়েছে ২২ বছর বয়সী নাগান্থোই শর্মা কংব্রাইলাতপাম, যিনি মণিপুরের থৌবাল জেলার আওয়াং লেইকেই গ্রামের বাসিন্দা এবং এয়ার ইন্ডিয়ার এক ক্রু সদস্য ছিলেন। ২০২৩ সালে তিনি এয়ার হোস্টেস হিসেবে যোগ দেন এয়ার ইন্ডিয়াতে। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল আকাশে ওড়ার, সেই স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল।
/anm-bengali/media/post_attachments/b796f6cc-7ad.png)
নাগান্থোই-এর পরিবারের সদস্যরা খবর পেয়ে নিজেদের বাড়িতে শোকে ভেঙে পড়েছেন। কেউ বলছেন, "আমার বাচ্চা, আমি তোমাকে এই হাতে মানুষ করেছি, তুমি কোথায় গেলে? আমি তোমাকে দেখতে চাই!" আবার কেউ বলছেন, “আমার ফোনটা দাও, আমি ওর ছবি দেখতে চাই, আমি পাগল হয়ে যাচ্ছি”।
VIDEO | Ahmedabad plane crash: Family members of Nganthoi Sharma Kongbrailatpam, a crew member on board Air India flight AI171 en route to London, break down in grief upon receiving news of the tragic incident.#AhmedabadPlaneCrash#planecrash
— Press Trust of India (@PTI_News) June 12, 2025
(Full video available on PTI… pic.twitter.com/djxkfR22Op
আজ নাগান্থোই-এর পরিবারের ছবিটা এরকমই। শোকে পাথর হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা। মাত্র ২ বছরই হয়েছে তাঁর কর্মজীবনের, আর তাঁর মধ্যেই শেষ হয়ে গেল তাঁর স্বপ্নের উড়ান!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us