বিহারের জনগণের ‘ভুল’ ধরিয়ে দিলেন ওয়াইসি

'আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এর জন্য দায়ী কে?'

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
owaisi.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে নীতিশ কুমারের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক। তবে এবার এই সবের জন্যে বিহারের আপামোড় জনগণকেই কাঠগড়ায় তুললেন সাংসদ ও AIMIM-এর জাতীয় সভাপতি আসাউদদ্দিন ওয়াইসি।

এদিন তিনি বলেন, “আমি যখন গত বছর কিষাণগঞ্জে আপনাদের বলেছিলাম যে নীতীশ কুমার পক্ষ পরিবর্তন করবেন এবং আপনাদের উচিত তাকে বিশ্বাস না করা, তখন আমাকে 'বি দল' বলা হয়েছিল। আপনারা ধর্মনিরপেক্ষতার নামে ভোট দিয়েছেন, বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীকে থামাতে ভোট দিয়েছেন কিন্তু আপনারা নিজে কী পেয়েছেন? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এর জন্য দায়ী কে? আমি মনে করি শুধু নীতীশ কুমার নয়। তবে তেজস্বী যাদব এবং প্রধানমন্ত্রী মোদীও এর জন্য দায়ী। বিহারে বিজেপি ক্ষমতায় থাকলে তেজস্বী যাদব এর জন্য দায়ী হবেন। আপনাদের ভুলগুলোই বিহারে আরএসএস-বিজেপিকে শক্তিশালী করেছে”।

v

স্ব

স

স