BJP-র থেকে টাকা নিয়ে হেরেছেন রাহুল গান্ধী? চাঁচাছোলা আক্রমণ সাংসদের

রাহুল গান্ধীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করা হল।

author-image
SWETA MITRA
New Update
rahul states.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে উঠে এলেন মিম (AIMIM) নেতা আসাদুদ্দিন ওয়েইসি। তিনি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে গান্ধী তাঁর ধর্মীয় পরিচয়ের প্রতি ঘৃণার কারণে বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। সম্প্রতি রাহুল গান্ধী দাবি করেছিলেন যে এআইএমআইএম বিজেপির থেকে টাকা নেয় এবং প্রার্থী দেয়। বৃহস্পতিবার রাতে সাঙ্গারেড্ডিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধীর এই অভিযোগের তীব্র নিন্দা করেন ওয়েইসি। তাঁর দাবি, রাহুল গান্ধী তাঁকে লিখিতভাবে যা দিয়েছেন, তার পুনরাবৃত্তি করছেন। রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি বলেন, 'আপনি কত টাকা দিয়ে আমেঠিতে হেরেছেন? আপনি আমাকে ডাকছেন কারণ আমার নাম আসাদুদ্দিন ওয়েইসি, আমার দাড়ি আছে, আমার মাথায় টুপি রয়েছে, কিন্তু আপনি আপনার বন্ধু সিন্ধিয়া এবং জিতিন প্রসাদকে এই কথা বলবেন না যারা বিজেপিতে যোগ দিয়েছেন।‘ এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি আরও বলেন, "আপনি যদি আমাদের 'বি' দল বলে থাকেন, তাহলে আমি কি বলব আপনি কোন দল থেকে এসেছেন? আমি রাহুল গান্ধীকে বলছি, হায়দ্রাবাদে আসুন এবং সংসদ নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন।“