হিজাব ইস্যুতে মুখ্যমন্ত্রীকে পথ দেখালেন ওয়াইসি!

হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করতে ছাড়ছেন না AIMIM প্রধান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
owaisi.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটক এখন সরগরম হিজাব বিতর্ক নিয়ে। মুখ্যমন্ত্রীর একটি সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে প্রশাসন। এমন অবস্থায় মন্তব্য করতে ছাড়ছেন না AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

এদিন তিনি বলেন, “কংগ্রেস গত সাত মাস ধরে কর্ণাটকে কাজ করছে। তাদের কেবল একটি আদেশ জারি করতে হবে যাতে লোকেরা যা খুশি পরতে পারে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই আদেশ জারি করতে ভয় পাচ্ছেন। আমরা কর্ণাটকের কংগ্রেস সরকারের কাছ থেকে হিজাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দাবি করছি”।

hiren