/anm-bengali/media/media_files/C7wzWLUW5V0Kos2Fq0nH.png)
file pic
নিজস্ব সংবাদদাতাঃআজ সোমবার পাঁচ রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ছত্তিশগড়ে দুই দফায় ভোট হবে, অর্থাৎ ৭ ও ১৭ নভেম্বর। ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে, মিজোরামে ৭ নভেম্বর, রাজস্থানে ২৩ নভেম্বর এবং তেলেঙ্গানায় ৩০ নভেম্বর ভোট হবে। এদিকে ফলাফল ঘোষণা হবে আগামী ৩ ডিসেম্বর। আসন্ন রাজ্য নির্বাচন সম্পর্কে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, "তেলেঙ্গানা এবং রাজস্থানে বিভিন্ন ইস্যু থাকবে। আমরা আশা করি, তেলেঙ্গানায় কেসিআর আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন এবং আমাদের দলের বিধায়করাও সফল হবেন।"
#WATCH | On the upcoming state elections, AIMIM chief Asaduddin Owaisi says, "There will be different issues in Telangana and Rajasthan...We hope that in Telangana, KCR will become the Chief Minister of the state once again and the MLAs of our party will be successful too..." pic.twitter.com/lCBt1UiDh2
— ANI (@ANI) October 9, 2023
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us