BREAKING : ফের পাকিস্তানকে 'গ্রে' তালিকাভুক্ত করা হোক ! পহেলগাঁও হামলার প্রেক্ষিতে বড় দাবি করলেন আসাদুদ্দিন ওয়াইসি

কি বড় দাবি করলেন এআইএমআইএম (AIMIM) চিফ ও এমপি আসাদুদ্দিন ওয়াইসি ?

author-image
Debjit Biswas
New Update
Asaduddin Waisi edit.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলার প্রেক্ষিতে এবার বড় দাবি করলেন এআইএমআইএম (AIMIM) চিফ ও এমপি আসাদুদ্দিন ওয়াইসি। ফের একবার পাকিস্তানকে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর 'গ্রে' তালিকাভুক্ত করার দাবি করলেন তিনি।

Asaduddin Owaisi

তিনি বলেন,''আমার দাবি,পাকিস্তানকে আবার একবার ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর 'গ্রে' তালিকায় রাখা খুবই জরুরি।" এরপর তিনি বলেন,''পাকিস্তানের ডিপ স্টেট ভারতে হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করতে চাইছে। এই কারণেই তারা এই হামলা চালিয়েছে।"