/anm-bengali/media/media_files/VY1fT9FPL9rBX90NC2tV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার সকাল থেকেই ইন্ডিয়াগেট (India Gate) এলাকায়কড়ানিরাপত্তামোতায়েনকরাহয়েছে।এমনকি ঘটনাস্থলেহাজির রয়েছে র্যাপিডঅ্যাকশনফোর্সএবংদিল্লিপুলিশ। লাগাতার বেশ কিছু সময় ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তীগিররা (Wrestlers Protest)। গত ২৮ মে জন্তর মন্তর থেকে বিতাড়িত হওয়ার পর কুস্তিগীররা জানিয়েছেন, তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন এবং ইন্ডিয়া গেটে 'মৃত্যু না হওয়া পর্যন্ত' অনশন চালিয়ে যাবেন। তবে মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, ইন্ডিয়া গেটে তাদের বিক্ষোভ করতে দেওয়া হবে না কারণ এটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভ এবং বিক্ষোভের স্থান নয়।
#WATCH | Heavy security deployed near India Gate area. Rapid Action Force and Delhi Police along with Riot Control Vehicle present at the spot. pic.twitter.com/6kCDOTCAYI
— ANI (@ANI) May 31, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us