New Update
/anm-bengali/media/media_files/zIaPRJCW9s9VTpNJVdTe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭৩তম জন্মদিন পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম দামোদরদাস মুলচাঁদ মোদী এবং মায়ের নাম হীরাবেন। প্রধানমন্ত্রী মোদীর পাঁচ ভাই-বোন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন খুবই আকর্ষণীয়। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বারাণসীর সংকল্প সিদ্ধি হনুমান মন্দিরে প্রার্থনা করা হয়েছে।
उत्तर प्रदेश: वाराणसी के संकल्प सिद्धि हनुमान मंदिर में प्रधानमंत्री नरेंद्र मोदी के जन्मदिन के अवसर पर प्रार्थना की गई। pic.twitter.com/AAahPfEm21
— ANI_HindiNews (@AHindinews) September 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us