৪৫০ টাকায় রান্নার গ্যাস, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা চলছে। ক্ষমতাসীন দল জনগণকে নিজেদের পক্ষে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
cooking gas.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রান্নার গ্যাসের দাম নিয়ে এবার বড় মন্তব্য করলেন মধ্যপ্রদেশেরমুখ্যমন্ত্রীশিবরাজসিংচৌহান (Shivraj Singh Chauhan)। তিনি আজ শনিবার মধ্যপ্রদেশেরখারগোনেজনআশীর্বাদযাত্রারসময়একটিবড়ঘোষণাকরেন। তিনিবলেছেনযেএখনকেবলউজ্জ্বলাযোজনানয়, নন-উজ্জ্বলাযোজনারলোকেরাওসর্বদা৪৫০টাকায়ঘরোয়াগ্যাসসিলিন্ডারপাবেন।জন্যসরকারতালিকাতৈরিকরছে।

 

প্রসঙ্গত, বিজেপিরজনআশীর্বাদযাত্রাশনিবারজেলারবারওয়াহবিধানসভাকেন্দ্রেরসানাওয়াদেপৌঁছায়। সেখানেঅনুষ্ঠানেউপস্থিতছিলেনমধ্যপ্রদেশেরমুখ্যমন্ত্রীশিবরাজসিংচৌহানও।এখানেতাকেউষ্ণঅভ্যর্থনাজানানোহয়।এরপরেমুখ্যমন্ত্রীশিবরাজ, বিজেপিরজাতীয়সাধারণসম্পাদককৈলাশবিজয়বর্গীয়, খারগোনেরসাংসদগজেন্দ্রসিংপ্যাটেল, খান্ডোয়ারসাংসদজ্ঞানেশ্বরপাতিল, বারওয়ারবিধায়কশচীনবিড়লাএবংআরওঅনেকনেতারথেচড়েরোডশোকরেন।