/anm-bengali/media/media_files/Bzk35taKL5RYaXRapzBu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটে ইতিমধ্যে সুপার সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy) তাণ্ডবলীলা চালাতে শুরু করে দিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে দ্বারকা জেলায় প্রবল হাওয়ার কারণে গাছ উপড়ে পড়েছে এবং হোর্ডিং ভেঙে পড়েছে। সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রবল ঘূর্ণিঝড় দ্রুত গতিতে গুজরাটের দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ সন্ধ্যায় গুজরাট উপকূলে আঘাত হেনেছে। সৌরাষ্ট্র ও কচ্ছে এর প্রভাব বেশি পড়তে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। মহারাষ্ট্র ও রাজস্থানেও এর প্রভাব দেখা যাচ্ছে। সমুদ্রে উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়েছে। অনেক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ৭৬টিরও বেশি ট্রেন। মানুষকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
#WATCH | Gujarat | Trees uprooted and hoardings fell in Dwarka, as strong winds hit the district under the impact of #CycloneBiparjoy. pic.twitter.com/VUFFQp56CI
— ANI (@ANI) June 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us