বাসভবনে আনা হল অগ্নিবীরের দেহ! চোখে জল সকলের

নিহত অগ্নিবীরের দেহ ফিরলো বাড়িতে। এলাকায় শোকের ছায়া।

author-image
Pallabi Sanyal
New Update
aaaa

নিজস্ব সংবাদদাতা : চোখের জলে শেষ বিদায়! বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে  অগ্নিবীর (অপারেটর) এর দেহ। গাওয়াতে অক্ষয় লক্ষ্মণের মৃতদেহ বুলধানা জেলার পিম্পলগাঁও সরাই গ্রামে  তার বাসভবনে নিয়ে যেতেই কান্নার রোল পড়ে যায়।তিনিই প্রথম অগ্নিবীর যিনি অপারেশনে জীবন দিয়েছেন। তাকে মোতায়েন করা হয়েছিল বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে।

hiren