ফের আঘাত হানলেন বালাক বুদ্ধি রাহুল গান্ধী! বিজেপি নেত্রীর মন্তব্যে শোরগোল

কংগ্রেস এবং রাহুল গান্ধীকে নিশানা করে বিশেষ টুইট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

author-image
Probha Rani Das
New Update
agnimitraa paull.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃকংগ্রেস এবং রাহুল গান্ধীকে নিশানা করে বিশেষ টুইট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, “ফের আঘাত হানলেন বালাক বুদ্ধি। কংগ্রেস বংশোদ্ভূত রাহুল গান্ধী নিজের রাজনৈতিক লাভের জন্য একজন শহিদ, তাঁর পরিবারের শোককে নিয়ে রাজনীতি করার উন্মাদ ক্ষমতা রাখেন।” 

agnimitra ey1.jpg

তিনি আরও বলেছেন, “শহিদ অগ্নিবীর অজয় কুমারের বাবাকে মোদী সরকার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং মোদীজি তাঁর প্রতিশ্রুতি রেখেছিলেন। আমরা এই পরিমাণ প্রকাশ করতে যাচ্ছি না কারণ আমরা মনে করি আমাদের 'দেশ কা বেটা'র মৃত্যু পরিমাপ করা সম্মানজনক হবে না, তবে অজয় কুমারের বাবা কী বলেছেন তা শুনুন।

তিনি আরও বলেছেন, “আমরা বিজেপিতে সম্ভাব্য সব উপায়ে অজয় কুমারের পরিবারের পাশে আছি। রাহুল গান্ধী মৃতদেহ নিয়ে রাজনীতি না করে কিছুটা সহানুভূতি দেখানোর চেষ্টা করেন এবং পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।” 

Add 1